কৃষকের মঙ্গলই আমাদের মূল লক্ষ্য: কৃষিমন্ত্রী

প্রয়াত বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান সাহেবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরনসভা অনুষ্টিত।

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকের মঙ্গলই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ আজ ‌যে প্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, তার পেছনে রয়েছে কৃষিবিদদের বিশাল অবদান।

কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান ও মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ছিলেন অবিসংবাদিত নেতা। জীবনের শেষ মূহূর্ত পর্যন্ত কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান এর স্ত্রী বগুড়া-১ আসনের সংসদ সদস্য মিসেস সাহাদারা মান্নান ও মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এর পুত্র টাঙ্গাইল-৮ আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আলোচক ছিলেন কৃষিবিদ ডঃ আব্দুস সাত্তার মন্ডল, কৃষিবিদ হাসানুল হক পান্না, কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, কৃষিবিদ ডঃ মোঃ আওলাদ হোসেন ও অন্যান্য বরেন্য কৃষিবিদবৃন্দ।