৪ দল নিয়ে প্রগতিশীল জোট নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পাওয়া চারটি দল নিয়ে প্রগতিশীল জোট নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে গত শুক্রবার। জোটবদ্ধ দলগুলো হচ্ছে গণ ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) ও বাংলাদেশ মুসলিম লীগ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নব গঠিত এ জোটের ঘোষণা দেয়া হয়। জোটের চেয়ারম্যান ও চিফ কো-অর্ডিনেটর করা হয়েছে গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেনকে।
মো. জাকির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৪৭ বছরেও একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি গঠিত না হওয়া সত্যিই দুঃখজনক। নির্বাচন নিয়ে বিশ্বাস-অবিশ্বাস এবং পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি চলছে। যা দেশের জন্য অশনি সংকেত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণফ্রন্টের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কনিকা মাহফুজ আরা বেগম, মহাসচিব অ্যাডভোকেট আহাম্মদ আলী শেখ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বিএম নাজমুল হক প্রমুখ।