আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২৬ জুন) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। তাদের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।
ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না তা নিশ্চিত নয়। আবার দেশের মানুষ যে রাজপথে নামবে না তাও বলা যাচ্ছে না। কারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, যেকোনো প্রক্রিয়ায় ওই ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। কিন্তু বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য।