কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে আসলেন যারা
সালেহ মোহাম্মদ রশীদ অলকঃ
কৃষিবিদদের সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০১৭ এবং ২০১৮ দু’বছর মেয়াদের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। গঠণতন্ত্র অনুযায়ী বর্তমান সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভাপতি হতে পারছেন না। গতকাল ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। তাই যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
মনোনয়নপত্র জমাদানকারী সকলেই মূলত বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সমর্থিত প্রার্থী। বিএনপি সমর্থিত এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিগত নির্বাচনেও অ্যাব অংশগ্রহণ করেনি। এ বিষয়ে জানতে চাইলে অ্যাব আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা পলিটিক্সনিউজ কে বলেন, “নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আমাদের সিদ্ধান্ত ও কারণ আমরা শনি বা রবিবার প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো ”।
মনোনয়নপত্র জমাদানকারীদের নামের তালিকা নিম্নরুপঃ
সভাপতিঃ এ এম এম সালেহ
সিনিয়র সহ-সভাপতিঃ ড. শহীদুর রশিদ ভুঁইয়া
সহ-সভাপতিঃ চৈতন্য কুমার দাস , ড. মোঃ মাহবুব আলম
মহাসচিবঃ খায়রুল আলম প্রিন্স
যুগ্ম মহাসচিবঃ মকসুদ আলম খান মুকুট, প্রফেসর ড. কে এম জাকির হোসেন, মোসাম্মৎ নাসিমা সুলতানা পপি
সাংগঠনিক সম্পাদকঃ আরিফুর রহমান তরফদার
দপ্তর সম্পাদকঃ এস এম মিজানুর রহমান
সমাজকল্যাণ সম্পাদকঃ মোফাজ্জল হোসেন
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ ড. মোঃ আব্দুল বারী
প্রচার সম্পাদকঃ ড. মোঃ বেলেল হোসেন
গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদকঃ সর্দার তাসাদ্দেক আহমেদ
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ ড. আমিনুল বারী মিরু
কারিগরি ও গবেষণা সম্পাদকঃ আবু সাইদ মোঃ
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ বিশ্বনাথ সরকার বিটু
মহিলা বিষয়ক সম্পাদকঃ বিলকিস বেগম
কৃষি পরিবেশ বিষয়ক সম্পাদকঃ এ এস এম হোসাইন আল ফারুক
কৃষি শিল্প ও বাণিজ্য সম্পাদকঃ দেবাশীষ ভৌমিক
কোষাধ্যক্ষঃ এম আমিনুল ইসলাম