মোটরযানের ফিটনেস সার্টিফিকেট , ট্যাক্স টোকেন ও নম্বর প্লেট

রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট , ট্যাক্স টোকেন ও নম্বর প্লেট

মোটরযানের ফিটনেস

ফিটনেস নবায়নঃ
সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে সেবাগ্রহণকারী তার মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ বা ফিটনেস নবায়ন করেছেন উক্ত সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র;
২। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;
৩। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি;
৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;
৫। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি;
৬। অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র;

Click Here for Downloading Fitness Renewal Application Form

মোটরযানের ট্যাক্স টোকেন

ট্যাক্স টোকেন নবায়নঃ

১। মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়।

২। পরবর্তীতে নির্ধারিত ফি প্রদানস্বাপেক্ষে নির্দিষ্ট ব্যাংক হতে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।

২। ট্যাক্স টোকেন সার্টিফিকেট হারিয়ে গেলে জিটি ও ট্রাফিক ক্লিয়ারেন্সের ।

ব্যাংকের শাখা ও বুথের তালিকা

নম্বর প্লেট

অত্যাধুনিক নম্বর প্লেটঃ

মোটরযানে ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ও ফিটনেস হালনাগাদ স্বাপেক্ষে নির্ধারিত ফি জমাদনকরত সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;

২। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;

৩। ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;

৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;

গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিঃ

এ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এসএমএস করুনঃ

NP<space>A<space>Date এবং পঠিয়েদিন 6969 নাম্বারে।

যেমনঃ চলতি মাসের ১৫ তারিখ এ্যাপয়েন্টমেন্ট করার জন্য এভাবে লিখুন –

NP A 15 এবং 6969 নাম্বারে Send করুন।

ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেয়া হবে।

উক্ত ফিরতি এসএমএস, ফি প্রদানের রশিদ ও অন্যান্য কগজপত্রসহ নিধারিত সময়ে নাম্বারপ্লেট সংযোজনের জন্য বিআরটিএ’র সার্কে ল অফিসে গাড়ি হাজির করতে হবে।