আমদানি ও রপ্তানি সার্টিফিকেট

আমদানি ও রপ্তানি সার্টিফিকেট

আইআরসি এবং ইআরসি জারি

বর্তমানে একজন আমদানিকারক আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ও রপ্তানিকারক রপ্তানি নিবন্ধন সনদপত্র (ইআরসি) এর মাধ্যমে যে কোন আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য যেকোন পরিমাণ ও মূল্যসীমা নির্বিশেষে আমদানি ও রপ্তানি করতে পারে। এক্ষেত্রে কোন সংস্থা/বিভাগের কোনরূপ অনুমতির প্রয়োজন হয় না।

আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির পদ্ধতি সহজ এবং স্বচ্ছ। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির ক্ষেত্রে নিম্নেবর্ণিত কাগজাদি প্রয়োজনঃ

১) ট্রেড লাইসেন্সের ফটোকপি

২) টিআইএন সার্টিফিকেটের কপি

৩) স্মারকলিপি এবং অ্যাসোসিয়েশন এর নিবন্ধনের কপি (কোম্পানির যদি থাকে)

৪) অংশীদারি চুক্তি নিবন্ধন কপি (যদি অংশীদারি কারবার হয়)

৫) ব্যাংক সচ্ছলতা সার্টিফিকেট

৬) ট্রেজারি চালানের প্রধান কপি

৭) মালিকের তিন কপি ছবি (একক মালিকানাধীন হলে)

৮) ব্যবস্থাপনা পরিচালকের তিন কপি ছবি (কোম্পানি হলে)

৯) কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ঢাকা চেম্বার থেকে বা উদ্বেগ ব্যবসা এসোসিয়েশন থেকে সদস্যপদ সার্টিফিকেট

১০) উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট কপি

উল্লিখিত কাগজ দাখিল করলে তিন ঘন্টার মধ্যে অর্থাৎ একই দিনে আমদানি ও রফতানি সনদ জারি করা হয়।

আমদানিকারকগণ বার্ষিক মোট আমদানি মূল্যসীমার ভিত্তিতে ৬ (ছয়) টি শ্রেণীতে শ্রেণীভুক্ত এবং আমদানি নিবন্ধন সনদপত্র জারির ক্ষেত্রে নিন্মোক্ত হারে ফিস প্রদান করতে হয়ঃ-

আমদানি নিবন্ধন ফি

শ্রেণীবার্ষিক আমদানি মূল্য (টাকা)নিবন্ধন ফি (টাকা)নবায়ন ফি (টাকা)
পুরাতননতুনপুরাতননতুনপুরাতননতুন
প্রথম১ লাখ৫ লাখ১৮০০৫০০০১৭০০৩০০০
দ্বিতীয়৫ লাখ২৫ লাখ৩০০০১০০০০২৩০০৬০০০
তৃতীয়১৫ লাখ৫০ লাখ৪৮০০১৮০০০৩৫০০১০০০০
চতুর্থ৫০ লাখ১ কোটি৯৫০০৩০০০০৬৭০০১৫০০০
পঞ্চম১ কোটি৫ কোটি১৭৫০০৪৫০০০১১০০০২২০০০
ষষ্ঠ১ কোটি বেশি৫ কোটির বেশি২৩০০০৬০০০০১৭০০০৩০০০০

রপ্তানি নিবন্ধন ফি

নিবন্ধন ফি (টাকা)নবায়ন ফি (টাকা)
৭০০০৫০০০

ইন্ডেন্টর(Indentor) নিবন্ধন ফি

নিবন্ধন ফি (টাকা)নবায়ন ফি (টাকা)
৪০০০০২০০০০

যোগাযোগের ঠিকানা

ফোন: +88-02-9551556, +88-02-9550289
ফ্যাক্স: +88-02-9550217
ঠিকানা: 111-113, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-1000.
ই-মেইল: controller.chief@yahoo.com

www.ccie.gov.bd.