বিশ্বমানের আতর এখন পুরান ঢাকায়

রাজধানীতে বিশ্বমানের আতর নিয়ে আলিফ আতর কোম্পানির ৪ টি এক্সক্লুসিভ শো-রুমের  উদ্বোধন হয়েছে। গতকাল পুরান ঢাকার মিটফোর্ড সংলগ্ন আরমানিটোলা এলাকায় মক্কা টাওয়ারে শো-রুমগুলোর উদ্ভোদন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহফুজুল হক ও খুলনার পীর মুফতি নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল এসোসিয়েশন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিলসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন কলরবের শিল্পী আবু রায়হান।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম বলেন, আতর গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিজ্ঞান সম্মত আতর তৈরী হবে বলেও জানান তিনি।

সরকারি ছুটির দিন হওয়ায় শো-রুমগুলোতে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড় দেখা যায়। শো-রুম গুলোতে সর্বনিম্ন ৩ মিলি ডোজেন “এ২৫” ১৮০ টাকায় বকুল, দরবার, ফান্টাসিয়া, মেগনেট ও “এম২৫” ৮২০ টাকায় ৮ মিলি আল-ফারেস, আরোশ, আলফ জাহারা, বাখোর, ব্লযাক উদ, দালাল, লেডিসহ অন্তত অন্যান্য কোর্ডের অন্তত ৭০ ভেরিয়েন্টের প্যাকেট আতর বিক্রি হচ্ছে। তাছাড়া খোলা আঁতরের মধ্যে অন্তত ৩০০ প্রকারের আতর রয়েছে আলিফের সংগ্রহে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন শো-রুমে ২০ শতাংশ ছাড় থাকবে আগামী ১ সপ্তাহ পর্যন্ত। এক্সক্লুসিভ শো-রুম হবে আতর প্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতার ঠিকানা দাবি আরও জানায়,  ক্রেতাদের জন্য  আতরের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এম২৫, আর১৫, সি৭০, ও জি ২০ এর মধ্যে রয়েছে কন্সেন্ট্রেটেড, অর্গানিক, এবং নিশ ব্লেন্ডেড আতর রাখা হয়েছে।