জালিয়াতি সম্পর্কিত ধারা

জালিয়াতি সম্পর্কিত ধারা

ধারা ৪৬৩। জালিয়াতি

যে ব্যক্তি জনগন বা কোন ব্যক্তি বিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোন দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ করতে বা স্পষ্ট বা পরোক্ষ চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অভিপ্রায়ে কিংবা প্রতারণা করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এইরূপ অভিপ্রায়ে কোন মিথ্যা দলিল বা কোন মিথ্যা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করে, সেই ব্যক্তি জালিয়াতি করে মিথ্যা বলিয়া গন্য হইবে।

ব্যক্তি ৪৬৩ মিথ্যা দলিল প্রস্তুতকরণঃ যে ব্যক্তি

প্রথমত, কোন দলিল বা কোন দলিলের অংশ বিশেষ এমন কোন ব্যক্তি কর্তৃক তাহার কর্তৃত্ববলে প্রস্তুত, স্বাক্ষরিত, সীলমোহলকৃত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস জন্মাইবার অভিপ্রায়ে, যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ববলে উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সীলমোহকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জানে, অথবা এমন কোন সময়ে, যে সময় উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সীলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জানে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে অনুরূপ দলীদ বা অনুরূপ কোন দলিলের অংশ বিশেষ প্রস্তুত, স্বাক্ষর, সীলমোহর বা সম্পাদন করে বা কোন দলিল সম্পাদনা জ্ঞাপন কোন চিহ্ন অঙ্কন করে;

অথবা

দ্বিতীয়ত, কোন দলিল তৎকর্তৃক বা অপর কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে অসাধু বা প্রতারণামূলকভাবে, কর্তন করিয়া বা প্রকারান্তরে উহার কোন গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন করে-অনুরূপ পরিবর্তন সাধনকালে অনুরূপ ব্যক্তি জীবিত বা মৃত যাহাই হউক,

অথবা

তৃতীয়তঅসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এইরূপ জানিয়া কোন ব্যক্তিকে কোন দলিল স্বাক্ষর, সীলমোহর, সম্পাদন বা পরিবর্তন করিতে বাধ্য করে, যে ব্যক্তি মানসিক অপ্রকৃতিস্থতা বা প্রমত্ততার কারণে কিংবা তাহার প্রতি প্রযুক্ত প্রতারণার দরুন উক্ত দলিলের বিষয়বস্তু বা পরিবর্তনের প্রকৃতি জানিতে পারে না বা জানে না সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করে বলিয়া গণ্য হইবে।

ধারা ৪৬৫ জালিয়াতির শাস্তিঃ

যে ব্যক্তি জালিয়াতি করে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে। তথ্যসূত্রঃঅনলাইনঢাকা