আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সহ-সম্পাদক হলেন ইস্কান্দার মির্জা শামীম
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইস্কান্দার মির্জা শামীম । যাচাই বাছাই শেষে গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর বিষয়ক তিন বছর মেয়াদী এ উপ-কমিটি অনুমোদন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোহান গোলাপ।

ইস্কান্দার মির্জা শামীম ১৯৭৫ সালের ২৫ শে মার্চ নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ইস্কান্দার মির্জা শামীম ১৯৯১ সালে তার বিদ্যালয়ের ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন, তারপরে সরকারি মুজিব কলেজের যুগ্ন-সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। কলেজ জীবন শেষে তিনি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আহবায়ক এবং পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। ২০০২-২০০৬ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-নজরুল কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ইস্কান্দার মির্জা শামীম বাংলাদেশ আওয়ামী লীগের বিগত কমিটিতেও কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।










