খালেদা জিয়ার মুক্তি আইনি লড়াই ছাড়া আর কোন পথ নেই

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আইনি লড়াই ছাড়া আর কোন পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এছাড়াও তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদাসীনতার কোনো সুযোগ নেই বলেও জানান ক্ষমতাসীন সরকারের এই নীতিনির্ধারক।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে একটি বিশেষ হাসপাতালে চিকিৎসা দেয়ার বিষয় নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসক দল থেকে যেভাবে সার্টিফায়েড করছে। তা হবে না। কারণ, তারা দলীয় চিকিৎসক হিসেবে কথা বলছেন। এসব কথায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি’র কারাবন্দী নেত্রীর চিকিৎসা কোথায় হবে এটা তারা বলে দিলে হবে না। এটা ঠিক না। আওয়ামী লীগ নেত্রীও জেলে ছিলেন। আমরা তার চিকিৎসা নিয়ে কোনো কথা বলিনি।’

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চিকিৎসা শাস্ত্রে বিএনপি নেতারা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কিনা আমার জানা নেই। ফখরুল মওদুদ ও নজরুল ইসলাম সাহেবরা কেউ চিকিৎসক কিনা আমার জানা নেই। তবে, তারা যেভাবে কথা বলছেন, মনে হয় তারা সবচেয়ে বড় চিকিৎসক।’