নৌমন্ত্রী শাজাহান খানের আশকারায় দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। শাজাহান খান এ পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি এ সেক্টরের বিশৃঙ্খলার উস্কানিদাতা।
বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ফখরুল বলেন, তার (নৌমন্ত্রী) প্রশ্রয়েই প্রশিক্ষণহীন অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন কমবয়সী চালকরা গাড়ি চালাচ্ছে। আর এসব কারণে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।
ফখরুল বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতায় পর্যবসিত। সরকারের প্রশ্রয়ে দুষ্কৃতিকারীদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই দেশে এখন মানুষ চরমভাবে নিরাপত্তাহীন। কোমলমতি কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীদের জীবন ঝরে পড়াটাও দুঃশাসনের ফলশ্রুতি।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বেদনার্ত, শোকাহত ও ক্ষুব্ধ, তখন ছাত্র-ছাত্রীর লাশ নিয়ে নৌমন্ত্রীর হাসি যেন বিদ্রূপের হাসি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। বর্তমানে সড়ক-মহাসড়কে প্রতিদিন দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।
বিবৃতিতে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল।