স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ‘সদ্য শেষ হওয়া বিশেষ বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে শেষ হবে। অর্থাৎ নভেম্বরের মধ্যে গ্রামের মানুষ ৭ হাজার ডাক্তার পাবে।’
শনিবার রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতাল আয়োজিত শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন- ‘আমরা স্পেশাল বিসিএস নিয়েছি, তরুণ ডাক্তার নিয়োগের জন্য। তাদের লিখিত পরীক্ষা হয়ে গেছে। আমাকে জানানো হয়েছে, দ্রুত ভাইভা গ্রহণের মধ্য দিয়ে অক্টোবর ও নভেম্বরে ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেব।’
মন্ত্রী আরও বলেন- ‘নিয়োগ দেয়ার পর এসব চিকিৎসককে তিন বছরের জন্য গ্রামে পাঠানো হবে। তারা চাকরিজীবনের প্রথম তিন বছর গ্রামের মানুষকে সেবা দেবে।’
খুব শিগগিরই চিকিৎসা সুরক্ষা আইন মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
হাসপাতালের উপপরিচালক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবু রায়হানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।