ন্যাশনাল ডেমোক্রেডিট অ্যালায়েন্স দলকে পুন:গঠন করে জাতীয় গণতান্ত্রিক জোট করা হয়েছে। জোটটির চেয়ারম্যান করা হয়েছে আলমগীর মজুমদারকে ও মহাসচিব করা হয়েছে বিএম নাজমুল হককে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়েছে।
জোটের চেয়ারম্যান আলমগীর মজুমদার জানান, ‘২০১৭ সালে ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর যাত্রা শুরু করা হয়। ১৮ মাস পরে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামকরণ করা হয়। কিন্তু বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতাকে স্বার্থক ও সফল ভাবে মোকাবেলা করা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এর লক্ষ্যে এই জোট করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টি (যার নিবন্ধন নং ২৮, প্রতীক কাঠাল) সহ কিছু সমমনা রাজনৈতিক দল রয়েছে এই জোটে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে সব দলের ও জোটের শরীকরা উপস্থিত ছিলেন।