এবার সড়ক পথে ভোটের প্রচারণায় আ.লীগ নেতারা

এবার ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার সফরে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে ট্রেনযোগে উত্তরবঙ্গে সাংগঠনিক সফরে গিয়েছিলেন দলটি নেতারা।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে সড়কপথে এ সাংগঠনিক সফর শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সাংগঠনিক সফরে নেতৃত্ব দিচ্ছেন।

যাত্রাপথে তিনি কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউনহল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুন্ড এই পাঁচটি এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিবেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানা, লোহাগাড়া উপজেলা, কক্সবাজারের চকরিয়ায় বাসস্ট্যান্ড, রামু ঈদগাঁ মাঠে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সফরে আরও রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দফর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।