জাতীয় নয়, হয়েছে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য: কাদের

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির অংশগ্রহণের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওটা জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি নেতাদের অংশগ্রহণে ঢাকায় ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশ চলার মধ্যে ফেনী শহরে দোয়েল চত্বরে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, সেই বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্য হবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে জাতীয় ঐক্য সম্ভব নয়। যেখানে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ পার্সেন্ট, আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ পার্সেন্ট, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য সম্ভব নয়।

ঐক্য প্রক্রিয়া’র সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহানগর নাট্য মঞ্চের সমাবেশে রাস্তার মানুষ, বারান্দার মানুষ, সব মিলিয়ে ৩০ দলের সমাবেশে দু’হাজারও হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সাহস থাকলে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতেন। সেই জনবল তাদের নেই

ভোটের সময় দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন, আবার যেন কেউ নাশকতা করতে না পারে। যে কোনও সহিংসতা প্রতিরোধ করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারায় থাকবেন। পোলিং এজেন্টদের আলাদা কমিটি করবেন। আর কেন্দ্র কমিটির পাশাপাশি কেন্দ্র রক্ষা কমিটি করবেন।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।