আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিস্তারিত জানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছে, ‘ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী হবে। ক্ষমতাসীন সরকার সেই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে।’
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংক উপস্থিত ছিলেন।
ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তারা বিনিয়োগের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নের তাগিদ দিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল বলেন, ‘আমরা ইইউকে জানিয়েছি, বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ বিদ্যমান। ইইউভুক্ত দেশগুলো যদি বিনিয়োগ করতে চায় তাহলে সরকার যে ১০০টি ইকোনোমিক জোন করতে চেয়েছে তার মধ্যে একটি আমরা তাদের জন্য ছেড়ে দিতে পারি। ইইউ যদি বিনিয়োগ করে তাহলে তাদেরকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশে ২১.৩৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। পাশাপাশি বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে রফতানি করে মাত্র ৩.৫ বিলিয়ন ডলারের পণ্য।’