রায়ে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ রায়ে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল।

রায় প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার (১০ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কাদের বলেন, ১৪ বছর পরে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান টার্গেট ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হামলার মাস্টরমাইন্ড কে? তা দেশের জনগণ জানে। বিষয়টি প্রকাশ্য দিবালোকের মতো সত্য।

কাদের বলেন, ওই হামলায় আইভি রহমানসহ মোট ২৪ জনের প্রাণহানি হয়েছে। তখন এফবিআইকে তদন্ত করতে দেওয়া হয়নি। স্কটল্যান্ড ইয়ার্ড ও ইন্টারপোলকে কাজ করতে দেওয়া হয়নি। জজ মিয়া নাটক করা হয়েছে। মুফতি হান্নান স্বীকারোক্তি দিয়েছে অপারেশনের পূর্বমুহূর্তে তারেক রহমানের অনুমতি নেওয়া হয়েছে। হাওয়া ভবন সে সময় ছিল বিকল্প পাওয়ার হাউস।

তিনি আরও বলেন- ১৪ বছর পর রায় নিয়ে আমরা পুরোপুরি খুশি না হলেও সন্তোষ প্রকাশ করছি। কারণ আদালতের প্রতি আমাদের আস্থা আছে।