নেতাকর্মীদের ওপর মামলা ও গ্রেফতার এড়াতেই পূর্বঘোষিত রোড মার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আগামীকাল তফসিল ঘোষণার তারিখ রয়েছে, তফসিল ঘোষণার হলে আমরা আমাদের রোড মার্চের সিদ্ধান্ত নেবো। আপাতত রোডমার্চ কর্মসূচি স্থগিত।’
বুধবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল তফসিল ঘোষণা ও যেসব জেলার উপর দিয়ে রোড মার্চ যাবে সেখানকার নেতাকর্মীদের মামলা, গ্রেফতার হওয়ার বিষয়গুলোর করণেই মূলত কালকের রোড মার্চ স্থগিত করা হয়েছে।’
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘দু’দফা সংলাপে মূল বিষয়গুলোতে কোনও ফলাফল পাইনি। আবারও আলোচনার কথা বলেছি। দেখা যাক কি হয়। তাছাড়া চলমান আন্দোলনের অংশ হিসেবেই সংলাপে যাওয়া, আমরা বলেছি আলোচনার কথা। তারা (১৪ দল) বলেছে সময় বের করবেন এবং কিছুটা রাজিও হয়েছেন।’