সিলেট-১ আসন থেকে নির্বাচনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে মনোনয়নপত্র কিনেছেন ছেলে সাহেদ মুহিত।
শুক্রবার (৯ নভেম্বর) বিকালে মনোনয়নপত্রটি কেনা হয়।
সাহেদ মুহিত বলেন, ‘আব্বু মনোনয়ন কেনার জন্য পার্টি অফিসে গিয়েছিলেন। কিন্তু প্রচুর লোকজন থাকায় তিনি নামতে পারেননি। তাই আব্বুর হয়ে আমি মনোনয়ন কিনেছি।’
এদিকে সিলেট-১ আসন থেকে অর্থমন্ত্রীর ভাই ড. একে আব্দুল মোমেনও মনোনয়নপত্র কিনেছেন।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দাঁড়াবো না, ইটস মাই ডিসিশন। তবে আমি ডামি ক্যান্ডিডেট হিসেবে মনোয়ানয়নপত্র সাবমিট করবো, যদি কোনও কারণে আমার ক্যান্ডিডেট যে হবে সে মিস করে যায়, তাহলে আমাকে দাঁড়াতে হবে। এটা একটি রুটিন ব্যাপার।’ মুহিত বলেন, ‘আই ওয়ান্ট টু রিটায়ার্ড’।