ডিসেম্বরের শেষে নির্বাচন হলে পর্যবেক্ষক পাঠানো কঠিন হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর অবশ্য তাদের কেউই গণমাধ্যমের সাথে কথা বলেননি।
সোমবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকের পর কূটনীতিকরা কোনো কথা না বললেও কিছু কথা বলেন বিএনপি নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. শাহেদা রফিক বলেন, বৈঠকে সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। কূটনীতিকরা নির্বাচনের সময় পর্যবেক্ষক হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন জানালেও বিএনপি নেতারা বলেন, নির্বাচন এক সপ্তাহ না পিছিয়ে একমাস পেছালে তারা আসতে পারতেন।
রাতে সেখানে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয় বাংলাদেশ হিন্দু মহাজোট। প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হিন্দু মহাজোট নেতারা বলেন, যে দলই ক্ষমতায় যাক, সংখ্যালঘুরা যেন আর নির্যাতনের শিকার না হয়।