দেখে মনে হচ্ছে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে ইসি : ফখরুল

বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে ইসি।’ তৃতীয় দিনে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশ একইভাবে তফসিল ঘোষণার পরেও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এবং হয়রানী করছে।’

নির্বাচনী প্রক্রিয়া এখনও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যাদের ওপর এখন দায়িত্ব বর্তেছে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য। নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য, তারা এখন কোনোটাই করছেন না। এ অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের পক্ষে অবস্থা নিয়েছে ইসি।’