সরকারি ব্রিফে অংশ নিতে পারবেন না ডিসি-কমিশনাররা : ইসি

জেলা প্রশাসক(ডিসি) ও বিভাগীয় কমিশনাররা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করায় সরকারের কোনও ব্রিফে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও তাদের কর্মস্থল থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বাধা নিষেধ রয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিষয়টি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ২২শে নভেম্বর এই চিঠি মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া হয়েছে।

ইসির উপ সচিব মো. আব্দুল হালিম খান সই করা চিঠিটিতে বলা হয়েছে, গণপ্রতিনিধি আদেশ আরপিও ১৯৭২ সালের অনুচ্ছেদ ৭ এর দফা ১ ও ২ অনুসারে নির্বাচন কমিশন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের চাকরি বর্তমান নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনও ব্রিফে অংশ নিতে পারবেন না।