সরকারি ও নিরাপত্তা কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়ির প্রয়োজন নেই। হেঁটেই এই দূরত্ব যাওয়া যাবে।’
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ বুধবার আধা কিলোমিটারের বেশি পথ হেঁটে হেলিকপ্টারে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এসময় তারা তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি ব্যবহার করেননি।
প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি তাকে হেলিপ্যাড পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত ছিল। কিন্তু বোন রেহানাকে সঙ্গে নিয়ে নিজ গ্রামের পথে হাঁটতেই বেশি ভালো লাগে বলে জানান শেখ হাসিনা।
সরকারি ও নিরাপত্তা কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়ির প্রয়োজন নেই। হেঁটেই এই দূরত্ব যাওয়া যাবে।’
হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার সময় বঙ্গবন্ধু দুই মেয়ে হাসিনা ও রেহানার সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।