একাদশ জাতীয় সংসদ নির্চাচনে বিপুল জয়লাভ করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর শুক্রবার (২৫ জানুয়ারি) প্রথমবারে মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একচেটিয়া আসন পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। গত ৭ জানুয়ারি গঠিত হয় মন্ত্রিসভা। ৭ জানুয়ারি টানা তিনবার এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।