পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এ খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবং যথাযথভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘পরিবহন খাতে নৈরাজ্যের প্রধান কারণ হলো সুশাসনের অভাব। সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষতা ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘রাজনৈতিক প্রভাবের মাধ্যমে শুধু দুর্নীতিই ছড়ায় না, আইনের প্রতি মানুষকে উদাসীনও করে তোলে। এতে করে দেশের সামগ্রিক আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়। পরিবহন খাতসহ সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’
গণফোরাম সভাপতি আরও বলেন, ‘পুলিশকে অবশ্যই আইনের প্রয়োগ করতে হবে, যাতে করে প্রকৃত লক্ষ্য বাস্তবায়ন হয়। কিন্তু পুলিশ যদি কারো দ্বারা প্রভাবিত হয় তাহলে তারা দুর্বল হয়ে পড়বে এবং আইনের শাসন থেকে দূরে চলে যাবে।’