ডেঙ্গু মোকাবেলায় ৩ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি আ’লীগের

ডেঙ্গুর বিষয়ে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিনদিন কর্মসূচি পালন করবে।

কর্মসূচির বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট এ তিনদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেয়া হয়েছে বলেও জানান তিনি।