বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ক্যাসিনো সৃষ্টিকারী জুয়াড়ি, চাঁদাবাজ ও জনগণের অধিকার কেড়ে নেওয়া একদলীয় শাসন ব্যবস্থা কায়েমকারীদের অপশাসনের হাত থেকে দেশ ও বেগম জিয়াকে মুক্ত করতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি।”
“রংপুরের জনগণের অনেক বীরত্বগাঁথা ইতিহাস আছে। রংপুরের সন্তান কৃষক আন্দোলনের বীর পুরুষ নুরুদ্দীনের সেই স্লোগানে ‘কোনঠে বাহে জাগো সবাই’ আবার জেগে ওঠার সময় এসেছে।”
সোমবার রংপুর- ৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের পক্ষে নগরীর পায়রা চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
রংপুরবাসীকে ফখরুল ইসলাম বলেন, “আপনাদের এলাকার মানুষ, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার যোগ্য সন্তান রিটা রহমানকে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, ধানের শীষের বিজয় মানে রংপুরের মানুষের বিজয়। কারণ এই রংপুরবাসী অতীতেও ধানের শীষের সাথে ছিলো।”
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শ্যামা ওবায়েদ, নির্বাহি কমিটির সদস্য মজিবুর রহমান, ইশরাফ হোসেন, প্রখ্যাত সাংবাদিক শায়রুল কবির, রংপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী রিটা রহমান।
এছাড়াও নগরীর শাপলা চত্বরে পৃথক এক পথসভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ প্রমুখ।