দুর্নীতি করে কেউ টাকা বানাতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি করে কেউ টাকা বানাতে পারে, এই টাকা দিয়ে জৌলুস করতে পারে, চাকচিক্য বাড়াতে পারে, আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না। মানুষ হয়তো অবাক হয়ে তাদের দিকে তাকাতে পারে। কিন্তু মর্যাদা পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা।’
কতটুকু পেলাম, কী পেলাম না এটা নয়, কতটুকু কাজ করতে পারলাম সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা। এই চিন্তা মাথায় রেখে যারা রাজনীতি করে তারাই সফল হবে বলেও জানান তিনি।
চাঁদার হিসাব না করে জনকল্যাণে চিন্তা করতে যুবলীগ নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগ নয় ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে রাজনীতি করারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি থেকে দূরে রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। যুবসমাজকে সঠিক পথে রাখতে কর্মসংস্থানের সৃষ্টির কাজ করে যাচ্ছে সরকার। দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার।’
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামে আমাদের যুবলীগের কর্মীদের অবদান ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি, যুবলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কাজেই এদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই যুবকরাই তো জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে।’
যুবলীগকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজকে আমরা চাই একটা আদর্শ হিসেবে তারা নিজেদের গড়ে তুলবে। এবং এই যুবলীগ সংগঠনটা তাদের কোনো রকম যেন বদনাম না হয়, তারা যেন সম্মান নিয়ে চলতে পারে এবং আদর্শ নিয়ে চলে, তারা যেন দেশের কল্যাণে কাজ করে-এই লক্ষ্য নিয়ে এই সংগঠনটা গড়ে তুলতে হবে।’