জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পেঁয়াজ ছাড়া রান্না হলে চাল ছাড়া ভাতও হবে। তাহলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
এসময় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। উনি কৃষকদের সঙ্গে নিয়ে, সকল দলের লোকজনকে নিয়ে দেশটাকে গড়তে চেয়েছিলেন। উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেখান থেকে কিন্তু সরে যায়। বিএনপি ক্ষমতায় এসে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করে।
জাপা মহাসচিব বলেন, বিএনপি সাড়ে ১০ লাখ টাকা দিয়ে তদন্ত টিম এনেছিল এরশাদের সম্পদের খোঁজ বের করার জন্য। কোনো সম্পদ খুঁজে পায়নি। এই টাকা জলে গেছে। এরশাদ কোনো দুর্নীতি করেননি। এরশাদ কাউকে খুন করেননি।