বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফের জরুরি বৈঠকে বসছেন আজ। শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় শূন্য আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়াও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, বিএনপির দুই শরীক জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট পরিস্থিতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, মুক্তি আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। পরের দিন প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এ বিষয়ে জরুরি বৈঠকে আজ আলোচনা হতে পারে।