চীন থেকে বাংলাদেশি আর কাউকে দেশে আনা হবে কি-না, এর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার এক্সপোতে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে বাংলাদেশি আর কাউকে দেশে আনা হবে কি-না, এর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে তাদেরকে দেশে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত।
গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার এক্সপো-২০২০’-এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
ভারতীয় চেম্বার অব কমার্স (আইসিসি) এবং বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন (বিএএফ) যৌথভাবে আয়োজন করেছে এ মেলা। এতে ৫০টিরও বেশি স্টল রয়েছে।