ফটোগ্রাফিকে বর্তমান সময়ে পেশা হিসেবে নিচ্ছে এমন মানুষের সংখ্যা অনেক। শখ পূরণের পাশাপাশি সেই শখটাকে পুঁজি করে অর্থও উপার্জন করা সম্ভব। একটি ভাল মানের ডিএসএলআর হল ফটোগ্রাফির মৌলিক উপাদান। বাজারে যেসব কোম্পানির ডিএসএলআর সবচেয়ে বেশি প্রচলিত তার মধ্যে কেনন অন্যতম হলো ক্যানন। ক্যানন ইওএস ৭০০ডি ডিএসএলআরটির প্রথম যে দিকটি আপনাকে মুগ্ধ করবে তা হল এর উজ্জ্বল অপটিক্যাল ভিউফাইন্ডার । এছাড়াও আরো অনেক মনোমুগ্ধকর ফিচার রয়েছে এই ডিএসএলআরটিতে। চলুন দেখে নেয়া যাক এমনই কিছু ফিচার।
ইমেজ সেন্সরঃ ১৮ মেগাপিক্সেল
লেন্সঃ ১৮-৫৫ মিলি মিটার আইএস
স্টোরেজঃ এসডি / এসডি এইস সি / এইসডি এক্স সি
পাওয়ারঃ এল পি – ই ৮
ইন্টারফেসঃ হাই স্পীড ইউএসবি
ভিউফাইন্ডার টাইপঃ এলসিডি
মনিটরঃ ৩ ইঞ্চি
ভিডিও ফিচারঃ ১০৮০ পিক্সেল ফুল এইচডি
আইএসওঃ ১০০ – ৬৪০০
সাটারঃ ১ / ৪০০০ সেকেন্ড
বর্তমান বাজারে ক্যানন এর এই ডিএসএলআরটি পাওয়া যাচ্ছে ৩২ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। এছাড়া অন্যান্য ডিএসএলআরের প্রাইস সম্পর্কে জানতে পারেন এখান থেকে।