করোনার নমুনা সংগ্রহে ডিএনসিসির ৮ বুথ

দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দায়িত্ব গ্রহণের পর মেয়র আতিকুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস রোধে ও করোনা পরীক্ষা সহজ করতে ব্র্যাকের সহায়তায় ডিএনসিসির আটটি স্থানে নমুনা সংগ্রহ বুথ চালু করা হবে।

আগামী সপ্তাহের মধ্যে এসব বুথ স্থাপন করা হবে বলে জানান মেয়র। এছাড়া একটি পিসিআর ল্যাব স্থাপনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৩ মে) দুপুরে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন মেয়র আতিক। এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

মেয়র আতিক বলেন, কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক ও গলিতে ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।