বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে দলের সবাই দেশে আসলেও ফেরেননি অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারে রয়ে যান তিনি। এখন সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে সূত্রে জানা গেছে।
দোহায় এই মিডফিল্ডার কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান লিগ(আই-লিগ)। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল।
গত বৃহস্পতিবার নতুন দলে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছে। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম।