‘মা’

তাওসিফ মাইমুন

তোমার আঁচলের গন্ধে এখনো মুগ্ধ আমি
খুঁজেছি বহুবার পাইনি কোথাও এমন
তোমার স্নিগ্ধতা ছাড়া ভরে না মন।

সেদিন বলেছিলে বাজান ও বাজান
তুই কবে বড় হবি?
ডাকবি কখন আমায়?
শুনবো মন ভরে তোতা কথা।

বড়ত হয়েছি, বুঝতেও শিখেছি
ডাকছি তোমায় ‘মা’ ও ‘মা’
তুমি কি শুনছো আমায়
এখন আছ তুমি কোথায়?

আমার ব্যাথায় তুমি কেঁদে উঠ
আমার সুখে তুমি হাস
ডেকে আমায় আদর কর
ভুলিয়ে দাও সকল জ্বালা।

মা‘র স্নিগ্ধতা ভুলতে যে পারি না
মোনাজাতে বলি প্রভু
তুমি মাকে দিও না যন্ত্রনা
কবুল কর এই প্রার্থনা।