করোনা থাবার প্রায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দেশে আন্তর্জতিক ক্রিকেট ফিরেছে। তিন ম্যাচের ওয়ানডের প্রথম ম্যাচ দিয়ে আজ বুধবার মাঠে খেলা গড়ায়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হচ্ছে ম্যাচটি। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় স্কোয়াডে থাকা নতুন মুখ নিয়ে। কারা থাকছেন একাদশে, নতুন মুখ কয়জন থাকছেন এবং শেষ পর্যন্ত কে বাদ পড়ছেন। এ নিয়ে ক্রিকেট মহলে নানা বিচার-বিশ্লেষণ ও কৌতূহল বিরাজ করছে।
২৪ সদস্যের প্রাথমিক দল থেকে ইতোমধ্যে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে প্রথম ওয়ানডেতে একাদশে কারা থাকবেন সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হয়ে গেলেও তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহামুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।