বৈশ্বিক মাহমারি কভিট-১৯ এখন পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ২৭ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, রোববার সকাল পর্যন্ত বিশ্বে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৭৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ২৮৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫০ হাজার ৩৮১ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৪৭ হাজার ৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩১২ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯১ লাখ ১৯ হাজার ৯৭৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৩ হাজার ৯৭১ জনের।
আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩২ হাজার ৮০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭২ হাজার ৬৯৭ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ৯৬ হাজার ৮৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ পাঁচ হাজার ৫৭১ জন।