
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় মাস দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিলো। তবে রোববার থেকে পরিবহন চালুর ঘোষণা দিয়েছে সরকার।
এক সপ্তাহের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়।
সোমবার ভোর থেকেই ওই মহাসড়কে বাস চলাচল শুরু হয়।
ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী ঈগল পরিবহন বাসের সুপারভাইজার ভরত মণ্ডল বলেন, সরকার দূরপাল্লার গাড়ি চালানোর অনুমতি দিলেও মহাসড়কে দূরপাল্লার বাস খুব একটা নেই বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলতদিয়াঘাট শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল সেখ খুলনা, চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী যাত্রীরা ৬০ ভাগ ভাড়া দিয়ে বাসে উঠবে এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে বলে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।