ইহুদি বাহিনীর গুলি বর্ষণে ৩৭৯ ফিলিস্তিনি আহত

বোমা, রক্ত আর লাশের এক ধ্বংসাত্বক খেলায় মেতেছে দখলদার জাতি ইসরাইল। ইহুদি রাষ্ট্রটি থেমে থেমে ঝড়ের মত বহু বছর ধরে গুলি বর্ষণ করে আসছে নিরীহ ফিলিস্তিনিদের উপর।

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলির আগ্রাসন বিরোধী মিছিলে ইহুদি বাহিনীর হামলা করে। এতে বহু ফিলিস্তিনি মুসলিম আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, এদিন জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনি নাগরিকদের মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে ইসরাইলি বাহিনী।

হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একইদিন কাফার কাদ্দুম এবং বেইত দাজানেও ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ ছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরাইলি বাহিনী।