করোনায় ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৭৮ জন। মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১২ জন ও ৮ জন নারী।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ৪১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ র্পযন্ত মোট সুস্থ হয়ছেনে ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৯ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানানো হয়।