
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ব্যক্তিস্বার্থে জনগণকে জিম্মি করে জনভোগান্তি সৃষ্টি করবেন না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন বন্ধ করে জনগণকে জিম্মি করবেন না।
আজ শুক্রবার ( ৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলায় এক সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, সরকার সার্বিক বিষয় সমন্বয় করছে। কেউ এর আগে জনভোগান্তি সৃষ্টি করবেন না। যারা ব্যক্তি স্বার্থে জনভোগান্তি সৃষ্টিতে জড়িত তাদের সামাজিক, রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সফল নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।









