চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কল্যাণ পার্টি, এলডিপিসহ ৫টি রাজনৈতিক দল।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
তার চিকিৎসা দেখভালের দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সম্প্রতি বলেন, ‘খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা, রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে। ’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ’
তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে গতকাল শনিবার রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি।