বামনা উপজেলার তৎকালীন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগের দায়ের করা মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আলআমীন হোসেন জনিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২২ মার্চ বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে মামলার ১৩ আসামি বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। মামলাটি আমলে নিয়ে তা পর্যবেক্ষণ করে বিচারক রাসেল মজুমদার ১৩ আসামির মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন। বাকি প্রধান অভিযুক্ত দুই আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।