করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুকনো কাশি, পেটের সমস্যা অনেকটা সেরেছে। তবে শারীরিকভাবে কিছু দুর্বলতা এখনও রয়েছে এই রাজনীতিবিদের।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (৩০ জুন) বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে।
শায়রুল কবির খান আরও বলেন, শুক্রবার (১ জুলাই) মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।
এর আগে গত ৫ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই উত্তরার বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গত বছরও করোনা আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
এদিকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন।