এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর “জ্বালানি তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিঃ বিপর্যস্ত কৃষক, কৃষিখাত ও জনজীবন” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডঃ রুহুল কবীর রিজভী আহমেদ, বিশেষ বক্তা বিএনপির যুগ্ন-মহাসচিব জনাব খায়রুল কবির খোকন।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
মূল প্রবন্ধে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি হার কমে যাবে, জনমনে অসন্তোষ আরো বাড়বে। মানুষের কর্মক্ষমতা কমছে, উৎপাদনশীলতা কমবে। সারের মূল্যবৃদ্ধি কৃষি উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই অর্থনীতির স্বার্থে, জনস্বার্থে এবং দেশের স্বার্থে তেল ও সারের মূল্যবৃদ্ধির অতিদ্রুত পুনর্বিবেচনা করা দরকার।
মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল কুদ্দুস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ সরোয়ার হোসেন, বাকৃবির প্রফেসর ড. আহমেদ খাইরুল হাসান বাদল, প্রফেসর ড. মোঃ আমির হোসেন, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, শেকৃবির প্রফেসর ড. আশাবুল হক আশা, প্রফেসর ড. শফিউল্লাহ মজুমদার কিরণ, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহাঙ্গীর সরকার, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন প্রফেসর ড. আমিনুজ্জামান রিপন, প্রফেসর ড. আবুল বাশার, প্রফেসর ড. রশিদুল হক, প্রফেসর ডঃ ইলিয়াস প্রমুখ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, AAB কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ ড. হেলাল উদ্দিন, কৃষিবিদ সারোয়ার হোসেন, কৃষিবিদ ড. শফিক, কৃষিবিদ নূরুন নবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ ডা. আহমেদুল কবির, কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন, কৃষিবিদ আহসান হাবীব প্রান্ত, কৃষিবিদ আবু হেনা মোস্তফা কামাল পান্না, কৃষিবিদ একেএম আনিসুজ্জামান, কৃষিবিদ ড. আকিক, কৃষিবিদ কামরুজ্জামান জনি,কৃষিবিদ ওসমান গণি তুহিন, কৃষিবিদ শওকত ওসমান শামীম, কৃষিবিদ সিরাজুন্নবী মামুন, কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান টোটন, কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষিবিদ আশরাফুল কবীর রাজু, কৃষিবিদ কামাল হোসেন, কৃষিবিদ ডা. আব্দুর রহমান নূরি, কৃষিবিদ ডা. হারুন, কৃষিবিদ ডা. মোজাম্মেল হক খান সোহেল,
সিনিয়র কৃষিবিদ আবুল খায়ের দিপু, কৃষিবিদ ডাঃ আব্দুর রহিম, AAB ঢাকা মহানগর উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদার, সাধারণ সম্পাদক কৃষিবিদ কেএম সানোয়ার আলম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কৃষিবিদ কেআইএফ সবুর, ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ, বাকৃবি চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ড. মাহবুবুর রশিদ গোলাপ, ময়মনসিংহ জেলা সভাপতি কৃষিবিদ মনির উদ্দিন, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান মুন্না, গাজীপুর জেলার সভাপতি কৃষিবিদ ড. হাবিবুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ নূর মোহাম্মদ সালাউদ্দিন, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ সুজন, টাংগাইল জেলার সভাপতি কৃষিবিদ প্রিন্স রহমান পাভেল,সাধারণ সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদ ।
কৃষিবিদ ড. তারেক, কৃষিবিদ সাদেকুজ্জামান, কৃষিবিদ আতিকুজ্জামান চঞ্চল, কৃষিবিদ সাব্বির কবীর সাচ্চু, কৃষিবিদ ড. মনজুর হোসেন লিটন, কৃষিবিদ একরামুল ইসলাম স্বপন, কৃষিবিদ ডা. নাজমুল হক আপেল, কৃষিবিদ জাহিদুল আবেদিন মিশু, কৃষিবিদ শরীফুল ইসলাম, কৃষিবিদ ডা. শামীম, কৃষিবিদ শফিকুর রহমান নোবেল, কৃষিবিদ নুরুন্নবী মজুমদার মনির , কৃষিবিদ ড. শাখাওয়াত, কৃষিবিদ কৃষিবিদ ডা. হাসানুজ্জামান তাপস, কৃষিবিদ শাহরিয়ার জামান রনি, কৃষিবিদ রিদুয়ান রিশাদ, কৃষিবিদ ডা. মসিউর রহমান, কৃষিবিদ ডা. আল আমিন, কৃষিবিদ ডা. আলমগীর, কৃষিবিদ এসএম সামিউল আওয়াল, কৃষিবিদ জুরকানি আর রেফাই, কৃষিবিদ রাইসুল ইসলাম লিমন, কৃষিবিদ হাফিজ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কৃষিবিদ জসীমউদ্দীন জনি, বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ আতিক, সদস্যসচিব কৃষিবিদ শফিক, যুগ্ন আহবায়ক শোয়েব, তুষার, শেকৃবি ছাত্রদলের সভাপতি কৃষিবিদ তাপস, সাধারণ সম্পাদক কৃষিবিদ আলমগীর কবির সহ অনেকেই।