
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ নিয়ে নানা রকমের হুমকি দিচ্ছে বিএনপি নেতারা। তবে বিএনপির এই সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের তেমন কোন ভাবনা নেই। একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক কর্মসূচি দিবে এটাই স্বাভাবিক। কর্মসূচি শান্তিপূর্ণভাবে হোক এটাই আমাদের প্রত্যাশা এবং কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।বর্তমানে আওয়ামী লীগের সকল ভাবনা ২৪ ডিসেম্বর ২২ তম সম্মেলন নিয়ে। সম্প্রতি পলিটিক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
পলিটিক্স নিউজ: আওয়ামী লীগের ২২তম সম্মেলনে কি কি আয়োজন থাকবে?
জাহাঙ্গীর কবির নানক: মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত নির্দেশনা আছে যে এবারের সম্মেলন খুব কম সাজসজ্জায় অনুষ্ঠিত হবে। খুবই সাধারণভাবে অনুষ্ঠিত হবে। বর্তমানে দেশের ও বহির্বিশ্বের অর্থনীতির যে অবস্থা সে আলোকেই এবারে সম্মেলন অনুষ্ঠিত হবে। গতবার আমরা সম্মেলনের পূর্বে পুরো ঢাকায় আলোকসজ্জা করেছি। কিন্তু এবার আমরা তা করছি না। যেটুকু না করলেই নয় শুধু সেটুকুই হচ্ছে।
পলিটিক্স নিউজ: এবারের সম্মেলনের মধ্য দিয়ে আপনারা কেমন নেতৃত্ব আশা করছেন?
জাহাঙ্গীর কবির নানক: আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রে বিশ্বাস করে। কাজেই পার্টির কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন। সে অনুসারেই নেতৃত্ব নির্বাচিত হবে। যোগ্য এবং একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
পলিটিক্স নিউজ: সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরের সম্মেলনের বিষয়ে দল কি সিদ্ধান্ত নিয়েছে?
জাহাঙ্গীর কবির নানক: যেসব সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে,সেসব সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ নির্ধারণ হয়েছে। মহানগরের সম্মেলনের ব্যাপারে মাননীয় নেত্রী কবে উপস্থিত হতে পারবেন তার ওপর নির্ভর করছে। তিনি উপস্থিত না হতে পারলে তখন কিভাবে হবে এটি এখন পর্যন্ত নেত্রীর সিদ্ধান্ত। তিনি আমাদেরকে এখনো কোনো সিদ্ধান্ত দেননি, নেত্রী সিদ্ধান্ত দিলে আমরা সঠিক তথ্য জানাতে পারব।
পলিটিক্স নিউজ: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে?
জাহাঙ্গীর কবির নানক: ১০ ডিসেম্বর বিএনপির প্রোগ্রাম নিয়ে আমাদের বিশেষ কোন ভাবনা নেই। একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক কর্মসূচি দিবে এটাই স্বাভাবিক।কর্মসূচি শান্তিপূর্ণভাবে হোক এটাই আমাদের প্রত্যাশা এবং তাদের কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।আমি মনে করি, বিএনপি’রও বিষয়টিকে নিয়ে ভাবতে হবে। বর্তমানে দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার দিকে তাদের তাকানো উচিত। এছাড়া আমাদের তাদের নিয়ে বিশেষ কোন ভাবনা নেই।
পলিটিক্স নিউজ: সংগঠন ও দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িতদের বিষয়ে দলের সিদ্ধান্ত কি?
জাহাঙ্গীর কবির নানক: আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি দলের মধ্যে বিভেদ ও অন্তর্কোন্দল সৃষ্টি করে, কোনভাবে দলের-শৃঙ্খলা ভঙ্গ করে ও দলের সিদ্ধান্তের বাইরে যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
পলিটিক্স নিউজ: আগামী নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের নিয়ে দলের ভাবনা কি?
জাহাঙ্গীর কবির নানক: আমরা কোনভাবেই আমাদের দলে আদর্শ বিরোধী কোন লোককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। আমাদের আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছি। আমরা আমাদের আদর্শ বিরোধী কাউকে দলে জায়গা দেই না।








