রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসার বকশি বাজার মাঠ নামে উদ্বোধনকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এমদাদ নামে এক শিক্ষার্থীকে আটক করার সংবাদে শিক্ষার্থীদের মধ্য তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।পরিস্থিতির অবনতি ঘটলে আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি জুবায়ের খান এবং সাধারণ সম্পাদক জুনায়েদ পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের নিয়ে হলে ফিরে আসেন।
উল্লেখ্য আজ বেলা ১১টা থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা।
এ মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসে পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভিতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।