
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সভা আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পরিষদের সব সদস্যকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন
গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ১৮০ জন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ৮১ জন সহ ৭৮টি সাংগঠনিক জেলার একজন করে প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি শেখ হাসিনা ২১ জন সদস্য মনোনীত করেন ।সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন।বছরে একটি সভা হবার কথা থাকলেও প্রতি সম্মেলনের আগে এই কমিটির মিটিং হয়। আগামী ২২ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভার আগে ১৭ ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হবে।









