পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিক্ষা, জ্ঞান ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক প্রতিচ্ছবি সারাবিশ্বে তুলে ধরা সম্ভব। এ জন্য গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর যথাযথ দায়িত্ব পালন করা প্রয়োজন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি হলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ স্টাডি ট্রাস্টের (বিএসটি) দ্বিতীয় সাধারণসভায় এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো বাংলাদেশ সম্পর্কে গুগলে সার্চ করলে অনেক ক্ষেত্রে অভাব বা দারিদ্র্যতার ছবি পাওয়া যায়। অথচ বাংলাদেশের আর্থসামাজিক অনেক উন্নয়ন ঘটেছে সেগুলো অনেকে তুলে ধরেন না। তিনি বলেন, গবেষণার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব।
এছাড়া বাংলাদেশ প্রতিবেশী দেশসহ অনেকে দেশের তুলনায় অনেক ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে— বিএসটি তাদের গবেষণার মাধ্যমে বিশ্বের কাছে তা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।