
তিনি আসছেন,
মৌনতার দেয়ালে খোদাই করা এক প্রতিবাদী বর্ণমালা হয়ে
যাঁর উপস্থিতিতে কেঁপে উঠবে মিথ্যা ইতিহাসের কারিগররা
মৃতপ্রায় দেশের ধমনিতে ফেরাবেন আনন্দের অবিনাশী সুর
শিল্প আর সংগ্রামের এক অদ্ভুত আলোর ব্যাকরণ হয়ে।
অন্ধকারের সম্রাজ্যে আলো হয়ে তিনি জলে উঠবেন
অন্যায়ের সাথে আপসহীন এক মহাকাব্যিক মশাল হয়ে
যাঁর আলোয় ধুয়ে যাবে সময়ের সকল মিথ্যা ন্যারেটিভ বয়ান ,
মেটিকিউলাস গোলকধাঁধায় পথ হারানো এই দেশে
যিনি রোপণ করবেন সহনশীলতা আর ইনসাফের নতুন বীজ।
তিনি গনমানুষের সুরে বলবেন ,মুক্তির ধ্রুবসংগীত
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকারের কথা,
যাঁর প্রথম এবং শেষ কথা হবে,সবার আগে বাংলাদেশ,
বিচ্ছিন্ন থাকা সব জনমতকে শুনাবেন এক ঐক্যের সুতোয় বাঁধার গান,
যিনি প্রতিহিংসার রাজনীতি কবর দিয়ে গড়বেন জাতীয় ঐক্য।
হৃদয়-সারথি হয়ে তিনি আসছেন
অবরুদ্ধ জানালার ওপারে থাকা এক মুক্ত আকাশের হাতছানি হয়ে,
যিনি ভেঙে দেবেন নারীর চলার পথে বিছিয়ে রাখা সব অদৃশ্য হাত
গৃহকোণে বন্দি থাকা মেধার অবমূল্যায়নের অবসান ঘটাতে,
যাঁর রূপরেখায় ঘর আর বাহির সব ক্ষেত্রেই নারী পাবে দারুন মর্যাদা।
তিনি শুনাবেন
কৃষকের ন্যয্য মূল্য বুঝিয়ে সচ্ছলতার সমীকরণ
যাঁর রূপরেখায় লেখা থাকবে কৃষক শ্রমিক এই রাষ্ট্রের অংশীদার।
ফসলের শক্তি জোগাবেন কৃষক কার্ডে
প্রতিটি ঘরে পৌঁছে দেবেন ফ্যামিলি কার্ডে খাবেরর নিশ্চয়তা,
তিনি উদয় হবেন
ভাঙা প্রাচীরের ফাটল বেয়ে আসা সেই আদিম ভোরের মতো,
ফ্যাসিস্টের দোসরদের দুঃস্বপ্ন আর শোষিতের শেষ আশা ভরসা হয়ে
এলোমেলো ইতিহাসের খাতায় লিখবেন সত্যের অবিনাশী অক্ষর।
যার প্রতিটি শব্দ মুছে যাবে অতীতের সব মিথ্যা বানোয়াট গল্প
তিনি ডানা মেলবেন,
শহরের ইট-পাথরের খাঁচায় বন্দি নীলকণ্ঠ পাখি হয়ে,
যাঁর ডানার ঝাপটায় ভেঙে পড়বে সিন্দুকে রাখা সব গুপ্ত পাণ্ডুলিপি
এই মানচিত্র থেকে উপড়ে ফেলবেন প্রতিবেশী শত্রুদের আগ্রাসী ছায়া
যাঁর প্রতিটি পদক্ষেপ হবে এক একটি নতুন বিপ্লবের জন্মকথা।
তিনি আসছেন আপন আঙিনায়,
প্রবাসের সেইসব জমাট বাঁধা শোককে শক্তিতে রূপান্তর করে,
যিনি শিখিয়ে দেবেন দেশপ্রেমের চেয়ে বড় কোনো ধর্ম আর নেই।
সতেরো বছরের জমানো সব মিথ্যে মামলার নথিতে অগ্নিশুদ্ধি ঘটিয়ে,
ধুলোবালি ঝেড়ে সত্যের পতাকাকে ফের ওড়াতে আসমানের নীলিমায়।
তিনি আসছেন এই বিধ্বস্ত রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে,
দেড় যুগের জঞ্জাল পরিষ্কার করে ৩১ দফার আলোকবর্তিকা হাতে
চাতক পাখির মতো লাখো কোটি জনতা সেই মুহূর্তের অপেক্ষায়
তিনি আসলেই বাংলাদেশ উঠবে ফিনিক্স পাখির ডানায়।










